সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


লালমনিরহাটে বাংলাদেশ যুব অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

জাহিদুল ইসলাম

Updated 24-Oct-17 /   |   উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 52

লালমনিরহাট: গণঅধিকার পরিষদ (জিওপি) এর অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ লালমনিরহাট জেলার আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

গতকাল (১৬ অক্টোবর) বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশ করা হয়। এই কমিটির নেতৃত্বে রয়েছেন মোঃ আব্দুল জলিল (সভাপতি), মোঃ তিতুমীর খন্দকার (সাধারণ সম্পাদক), মোঃ মুকুল হোসেন (সাংগঠনিক সম্পাদক), মোঃ হামিদুল ইসলাম রনি (দপ্তর সম্পাদক) এবং মোঃ জিহাদ হোসেন (অর্থ-সম্পাদক)।

মোট ৭১ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃত্ব, যা আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।