সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে প্রায় এক কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-18 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 80
বিদেশী সিগারেট আটক
বিদেশী সিগারেট আটক

রাঙামাটিতে নতুন রুট ব্যবহার করে পাচারের সময় প্রায় এক কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে ঘাগড়া এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সাদা পিকআপ গাড়িতে করে পাচারের সময় শুল্কবিহীন সিগারেটগুলো আটক করে। পরে বিজিবি রাঙামাটি সেক্টরের কাছে সিগারেটগুলো হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ায় একটি সাদা রংয়ের পিকআপে (নম্বর: চট্টমেট্টো-ন-১২-০১৮৯) বিদেশী অরিস ৩৮৫০ মিনি কার্টুন এবং মন্ড সিগারেট ৩৩৯৫০ মিনি কার্টুন পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ৭৫ লক্ষ ৬০ হাজার টাকা।

স্থানীয় সূত্রের মতে, চোরাচালানি চক্রের প্রধান সুমিত্র চাকমা, পরেশ চাকমা, পুলক্ক চাকমা ওরফে বিকাশ, বিশ্বজিৎ চাকমা, অমর চাকমা, রুপম চাকমা (সিকো), জুয়েল চাকমা, কালামন চাকমা, ত্রিরাজা চাকমা এবং রাজু বড়–য়া এই ব্যবসার সাথে জড়িত। রাজু বড়–য়া সিগারেট পাচারের সময় বিভিন্ন মাধ্যমকে ম্যানেজ করার কাজ করতেন, বর্তমানে তিনি ভিক্ষুর ছদ্মবেশ নিয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মঈনউদ্দিন, যিনি চট্টগ্রামের কামরুল ও মোর্শেদসহ অন্যদের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন পরিচালনা করছেন।

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় সাম্প্রতিক সময়ে প্রায় দেড় কোটি টাকার অবৈধ সিগারেট মজুদ করার চেষ্টাও ব্যর্থ হয়। জাম্বুরার গাড়িতে করে পাচার করার সময় যৌথবাহিনীর সদস্যরা সেগুলো আটক করে।

গত তিন মাসে রাঙামাটিতে আনুমানিক ৭ কোটি টাকার অবৈধ সিগারেট আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি। স্থানীয় সচেতন মহল অবৈধ চোরাচালান বন্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছে।