সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু।

জাহিদুল ইসলাম

Updated 24-Oct-19 /   |   উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 45

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রাজ্জাক (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে এই ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ওই এলাকার মৃত জামাল ব্যাপারীর ছেলে। 

এলাকার লোকজন সুত্রে জানা যায়, শনিবার সকালে তার বাড়ির পাশে পুকুরের পানি সেচের জন্য ঘরের মেইন সুইচ থেকে বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। স্বজনরা উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।