চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেল ‘হোটেল গুলজার’ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ। মৃত নারীর নাম ঝিনুক (৪২), যিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জননী। তবে তার স্থায়ী ঠিকানা এখনো জানা যায়নি।
রোববার (২০ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে হোটেলের বাথরুম থেকে ঝিনুকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। চান্দগাঁও থানার ওসি (তদন্ত) মো. সবেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার (১৯ অক্টোবর) এক দম্পতি পরিচয়ে দুজন ব্যক্তি হোটেল গুলজারে একটি রুম ভাড়া নেন। পরের দিন কোনো এক সময়ে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি কৌশলে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।
হোটেল কর্তৃপক্ষ রুম থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, বাথরুমে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ রয়েছে এবং স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি।
ওসি (তদন্ত) মো. সবেদ আলী আরও জানান, নিহত নারীর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।