সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


ভূঞাপুরে তুলার গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

YOUSUF ALI

Updated 24-Oct-21 /   |   ভূয়াপুর (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধি   Read : 20
পুড়ে যাওয়া দোকান

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী বাজারে আজিম উদ্দিনের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের লোকজন পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূঞাপুর সার্ভিসের লিডার স্বপন আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে ও ১ ঘণ্টার মধ্যে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হন।