জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল কাইয়ুমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির একটি দল।
এ সময় ভূমি কর্মকর্তাদের সততার সাথে কাজ করে অধিকতর সেবা নিশ্চিত করার আহ্বান জানান নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল কাইয়ুম।
তিনি আরো বলেন 'ভূমি মানুষের ঠিকানা, মানুষের পরিচয় বহন করে। কাজেই যারা সেবা নিতে ভূমি অফিসে আসেন তাদের কোনভাবেই হয়রানি করা যাবেনা। তাদের সমস্যা,তাদের কথা ধৈয্য সহকারে শুনে দ্রুততম সময়ের মধ্যে সেবা নিশ্চিত করতে হবে। অবৈধ দখলে থাকা সরকারের খাস জমি দখলমুক্ত করা ও উদ্ধারে ভূমি কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এ সময় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি - রাজশাহী বিভাগীয় কমিটির নব নির্বাচিতদের তালিকা জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ ভূমিঅফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মৌদুদুর রহমান কল্লোল বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির ও সভাপতি। তিনি মহাদেবপুর উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।