সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


আখাউড়া সীমান্তে এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-25 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 28
আটককৃত আসামি সুজন
আটককৃত আসামি সুজন

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত যাওয়ার পথে সুজন কান্তি দে (৪৪) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তা সুজন কান্তিকে আটক করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। আজ শুক্রবার বিকালে স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুজন কান্তি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম।

তিনি জানান, আটক সুজন কান্তি দে ২৩ বছর ধরে এস আলম গ্রুপের এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম আনোয়ারা থানার রিকুইজিশন অনুযায়ী আটক করে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আখাউড়া থেকে আনোয়ারা থানা পুলিশের তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।