মোহাম্মদপুর এবং আশপাশে গত কয়েকদিনে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় ২৭টি কিশোর গ্যাংয়ের ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত ১৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার(২৬অক্টোবর) রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৮টি অস্ত্র উদ্ধার এবং ১৯৭জনকে গ্রেফতার করা হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ছিলো পুলিশ ও র্যাব। রাতে এক ব্রিফিংয়ে এসব জানান সেনা কর্মকর্তা নাজিম। অভিযানে ২৬২ রাউন্ড গুলি, ১৯ পদের মাদক, ১টি গ্রেনেড উদ্ধারের কথাও জানান তিনি।
ব্রিফিংয়ে তিনি বলেন, 'গত কয়েকদিনের খবরে এলাকাবাসী উদ্বিগ্ন। মিনি সুপার শপে ডাকাতির ঘটনায় আমরা ডাকাতির মূলহোতা আসলামকে গ্রেফতার করেছি। এসময় ছিনতাই করা অবস্থায় আমরা ৩ জনকে গ্রেপ্তার করেছি। এরপর আইনি প্রক্রিয়ায় আমরা গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছি।'
এখন পর্যন্ত মোহাম্মপুর এলাকা থেকেই ২৭টি কিশোর গ্যাংয়ের ১৯৭ জন গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, 'এই সকল কিশোর গ্যাংয়ের কাছ থেকে এখন পর্যন্ত ৭৫ থেকে ৮০টির ওপরে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এগুলো মোহাম্মপুর থানা, আদাবর থানা এবং শেরে বাংলা থানায় হস্তান্তর করেছি। কিছু অস্ত্র তারা লুট করেছে, আবার কিছু অস্ত্র তাদের কাছে এর আগেই ছিলো। বিভিন্ন গ্যাং লিডারদের মাধ্যমে এসকল অস্ত্র তাদের কাছে এসেছে।'
এই সেনা কর্মকর্তা আরো জানান, 'জেনেভা ক্যাম্পে এই নিয়ে আমাদের ৬টি অপারেশন হলো। আমরা প্রতিটা গলিতে গিয়ে যাদের হাতেনাতে আটক করেছি তাদের মধ্যে অনেকের কাছে অস্ত্র পেয়েছি। এতদিন যে কয়জন গ্রেফতার হয়েছে তার মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই জেনেভা ক্যাম্পের।'