সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


নিয়ামতপুরে নানা কর্মসূচিতে পালিত হলো যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

মো: মাসুদ রানা

Updated 24-Oct-27 /   |   নিয়ামতপুর (নওগাঁ) উপজেলা   Read : 29
বিএনপি যুবদলের মিটিং থেকে সংগ্রহ করা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিয়ামতপুরে নানা কর্মসূচি পালন করা হয়েছে। ২৭ অক্টোবর রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নিয়ামতপুর হেলিপুট ময়দানে এসব কর্মসূচি পালন করে উপজেলা যুব দলের বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীরা।

দিনের শুরুতেই জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুস্প অর্পন করেন নেতারা। এরপর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মাধ্যমে হেলিপুট ময়দানে গরীব ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

পরে সেখানে উপজেলার যুগ্ন আহবায়ক মোহাম্মদ মোখলেছার রহমানের আদনানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব দলের সদস্য সচিব সফিউল্লাহ সোনার,
যুগ্ন আহবায়ক কাউসারুল ইসলাম, মো: সামাদ সোনার সদস্য যুবদল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ভাবিচা ইউনিয়ন পরিষদের সাবেক বিএনপির চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আহব্যায়ক কমিটির সদস্য ৫ নং রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন (টিটু)।

শেষে শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।