পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার ০৬ নং জেটিঘাট পল্টুন এলাকায় স্বামী-স্ত্রীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মহেশখালী থেকে স্পিডবোটে আগত দুজন রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচার করছে। পরে, পুলিশ তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা কালো ব্যাগ থেকে চারটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশীদা আক্তার (২৬)। পুলিশের ধারণা, তারা এই অস্ত্রগুলো মহেশখালী থেকে কিনে রোহিঙ্গা ক্যাম্পে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।