সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


ভূঞাপুরে লগি-বৈঠা হত্যাকাণ্ডে শহীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা

YOUSUF ALI

Updated 24-Oct-29 /   |   ভূয়াপুর (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধি   Read : 33
নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল থেকে নেয়া।

ভূঞাপুর, ২৮ অক্টোবর ২০২৪: ভূঞাপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা হামলায় নিহতদের স্মরণে গতকাল এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাংগাইল জেলা জামায়াতের আমীর মো. আহসান হাবীব মাসুদ, বিশেষ অতিথি ছিলেন কর্ম পরিষদের সদস্য আব্দুস সালাম এবং সভাপতিত্ব করেন উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন।

আলোচনায় আহসান হাবীব মাসুদ বলেন, "২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের লগি-বৈঠার আঘাতে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল, তার জন্য প্রধান দায় শেখ হাসিনার। আমরা এ হত্যার বিচার পুনরুজ্জীবিত করতে পদক্ষেপ নিচ্ছি।”

আব্দুস সালাম বলেন, "বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয় এবং সৎ নেতৃত্ব চায়। অন্যায় রাজনীতি যারা করবে, তাদের দেশে স্থান নেই।”

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।