মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছমির উদ্দীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১১টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার ছেলে ডাক্তার তারিক মোহাম্মদ তাওয়াবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৫ অক্টোবর তিনি আমেরিকা থেকে দেশে ফিরে আসেন। গতকাল ২৮ অক্টোবর, মেহেরপুর জেলা জামায়াত ইসলামী আয়োজিত “ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
আজ সকালে মায়ের কবর জিয়ারত শেষে পারিবারিক বিষয়ে আলোচনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলহাজ্ব ছমির উদ্দীনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দীন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আলমগীর খান ছাতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণের ব্যক্তিবর্গ।