বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নতুন আমীর হিসেবে ২০২৫-২৬ কার্যকালের জন্য শপথ নিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর জামায়াতের দেওয়ানজি পুকুর লেনের কার্যালয়ে নগর জামায়াতের মজলিশে শূরার বিশেষ অধিবেশনে এই শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান, যিনি শাহজাহান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সাবেক নায়েবে আমীর আফসার উদ্দিন চৌধুরী, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান, ডা. এ কে এম ফজলুল হক, ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, এস এম লুৎফর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর, মাওলানা জাকের হোসাইন, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ এবং মাহমুদুল আলম।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী ১৯৫৬ সালে সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি দুইবারের সংসদ সদস্য ও জামায়াত সংসদীয় দলের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কারণে একাধিকবার কারাভোগ করেন তিনি। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে প্রায় ৩৩ মাস কারাভোগের পর মুক্তি পান।