সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া, লন্ডনে প্রাথমিক গন্তব্য

মো. ইব্রাহিম

Updated 24-Oct-29 /   |   সম্পাদকীয়   Read : 45

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে প্রথমে দীর্ঘপথ পাড়ি দেওয়ার উপযোগী একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে। সেখান থেকে তাঁকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “উন্নত চিকিৎসার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার বিষয়েও কাজ চলছে।” 

তিনি আরও বলেন, খালেদা জিয়া গুলশানের বাসায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। বিএনপি নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন এবং এটি যুক্তরাষ্ট্রের বিশেষ সেন্টারে করানোর বিষয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের জটিলতা, আর্থ্রাইটিস, কিডনি সমস্যা ও ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন।