নওগাঁ, সেপ্টেম্বর ২০২৪ – নওগাঁ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য দুইদিনব্যাপী কার্যক্রম সম্পন্ন হয়েছে। “সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কার্যক্রমে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কুতুব উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
সেপ্টেম্বর-২০২৪ এর সার্কুলার অনুযায়ী অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কার্যক্রমে পুলিশ সুপার মহোদয় জানান, 'সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করা হবে।' নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও সঠিকতা বজায় রাখতে নিয়োগ কমিটির সদস্যদের সমন্বয়ে চারটি ইভেন্টের – ২০০ মিটার দৌড়, পুশ আপ, লং জাম্প ও হাই জাম্প – মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া, নিয়োগ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স হতে নিয়োজিত বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, যাঁরা সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।