সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


মিরপুরে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ

মো. ইব্রাহিম

Updated 24-Oct-31 /   |   সম্পাদকীয়   Read : 17

রাজধানীর মিরপুরে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। 

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকার একাধিক কারখানার পোশাকশ্রমিকরা সড়কে অবস্থান নেন। চাকুরিচ্যুতি ও একটি স্থানীয় পোশাক নির্মাণ কারখানা বন্ধের প্রতিবাদ জানান তারা।

স্থানীয়রা জানায়, পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

সংঘর্ষে ওই এলাকায় যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টার জন্য বিঘ্নিত হয়। এরপর সকাল ১১টার পর যান চলাচল স্বাভাবিক হয়। 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি গোলাম মোস্তফা বলেন, ‘বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর দু’টি পরিবহনে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর তাদেরকে ছত্রভঙ্গ করা হয়।’