চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে গৃহবধূ দিলরুবা বেগম পীপা (৩৫) এর বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামী আবদুল আলীম প্রকাশ আলম (৪০) কে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) রাত ৮টায় কর্ণফুলী থানায় পীপার ভাই সেলিম উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি কর্ণফুলী থানার মামলা নং-০২। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
বিশেষ সূত্রে জানা যায়, আবদুল আলীমকে কোতোয়ালি থানা এলাকা থেকে আটক করা হয় এবং বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে। আবদুল আলীমের বাড়ি চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে হলেও বর্তমানে নগরীর লাভ লেইন এলাকার আবেদিন কলোনির ইপিক শিরীন ভবনে বসবাস করছিলেন তিনি।
এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০১০ সালে নগরীর পূব বাকলিয়ার হাজী মহসিনের মেয়ে দিলরুবা বেগম পীপার সাথে আলীমের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলীম পীপাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এসব বিষয়ে পীপার পরিবারকে আগেই জানানো হয়েছিল এবং কয়েকবার সামাজিকভাবে সমাধানের চেষ্টাও করা হয়।
গত ২৭ অক্টোবর রাতে আলীম পীপার ভাইকে ফোন করে জানান যে, পীপা নিখোঁজ হয়েছেন। পরবর্তীতে বৃহস্পতিবার কালারপোল ব্রিজের নিচে থেকে এক নারীর লাশ উদ্ধারের খবর পেয়ে পীপার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার লাশ শনাক্ত করে। পীপার স্বামী আলীম এর আগে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন।
পীপার ভাই সেলিম অভিযোগ করেন যে, তার বোনকে আলীম হত্যা করে লাশ গুম করতে খালে ফেলে দিয়েছেন। কর্ণফুলী থানার ওসি মনির হোসেন জানিয়েছেন যে, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।