সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


চট্টগ্রাম মহানগর বিএনপির ৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-02 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 75
মীর হেলাল
মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত অর্থনীতি ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হয়। এই দিনটি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্তি দিয়েছিল এবং তাই নতুন প্রজন্মের কাছে এই দিনটির তাৎপর্য তুলে ধরতে হবে। ৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহাল করার দাবি জানান তিনি।

শনিবার (২ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরী নাসিমন ভবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করে।

কর্মসূচির মধ্যে রয়েছে:

৭ই নভেম্বর সকাল ৬টায় নাসিমন ভবনসহ সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষণ প্রচার।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।

৯ নভেম্বর চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ৭ দিনের কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক অন্তর্ভুক্ত।

৭ নভেম্বরের ডকুমেন্টরি বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমপি বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুকুর চাকমা এবং উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, “৭ নভেম্বর জাতির ঐক্যের প্রতীক। আওয়ামী লীগ বিগত ১৭ বছর এই দিন সম্পর্কে নতুন প্রজন্মকে জানার সুযোগ দেয়নি। এখন সময় এসেছে এই চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করার।”

সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ৭ নভেম্বর দেশের অগ্রগতি ও উন্নয়নের সূচনা হিসেবে গৌরবময়।