সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


তজুমদ্দিনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

খন্দকার নিরব

Updated 24-Nov-02 /   |   তজুমুদ্দিন (ভোলা) উপজেলা প্রতিনিধি   Read : 58

"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই  প্রতিবাদ্যে সারা দেশের ন্যায় ভোলার তজুমদ্দিন উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমবায় অফিসার আবু সাঈদ আব্দুল্লাহ আল রুমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ।

এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাব আহবায়ক ফখরে আজম পলাশ, রঙধনু মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, শিক্ষক প্রতিনিধি গাজী আব্দুল জলিল, শতদল মহিলা সমবায় সমিতির সভানেত্রী রুমা বেগম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাসহ সমবায় সমিতির সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।