সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


টেকনাফ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ দুই কারবারি আটক

Shahin Alam

Updated 24-Nov-05 /   |   টেকনাফ (কক্সবাজার) উপজেলা প্রতিনিধি   Read : 28

টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির পৃথক দুইটি অভিযানে দুইজন আসামীসহ (মায়ানমার নাগরিক) ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ০৪ নভেম্বর টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)কর্তৃক পরিচালিত পৃথক দুইটি অভিযানে দুইজন আসামীসহ (মায়ানমার নাগরিক) ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ০৪ নভেম্বর টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বরত বিআরএম-১২ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর-পশ্চিম দিকে শসানঘাট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহল দল উক্ত এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ০৩৪৫ ঘটিকায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে নাফ নদী পার হয়ে একটি ব্যাগ হাতে নিয়ে শ্বসানঘাট এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদেরকে ঘেরাও করতঃ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিদের হাতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীরা (মায়ানমার নাগরিক)হল মোঃ রফিক মিয়া (৪২)পিতা-সাব্বির আহমেদ, গ্রাম-নাগাপুরা, থানা-মন্ডু ও জেলা-মন্ডু।

মোঃ রুহুল আমিন (২৫), পিতা-আব্দুল হাকিম, গ্রাম-নাগাপুরা, থানা-মন্ডু ও জেলা-মন্ডু।

উল্লেখ্য, আটককৃত আসামীদেরকে (মায়ানমার নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ০৪ নভেম্বর ২০২৪ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র দায়িত্বরত বিআরএম-১৭ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তর দিকে রমজানের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল রমজানের ঘের এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ০৩৩০ ঘটিকায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে রমজানের ঘেরের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই চোরাকারবারীদের হাতে থাকা একটি পোটলা ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে পাশর্^বর্তী ধানক্ষেতের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া গেঞ্জি দিয়ে মোড়ানো একটি পোটলার ভিতর হতে ৫০পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। টহলদল কর্তৃক উক্ত এলাকায় ০৪৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। টেকনাফ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, (বিজিবিএমএস) প্রদত্ত প্রেস রিলিজে তথ্য নিশ্চিত করেন।