সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


১ বছরেই কোরআন হাফেজা মিফতাহ কামাল

Shahin Alam

Updated 24-Nov-05 /   |   টেকনাফ (কক্সবাজার) উপজেলা প্রতিনিধি   Read : 107

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ইসলামিয়া মহিলা মাদ্রাসায় মাত্র ১ বছরে পবিত্র মহা গ্রন্থ আল-কোরআন হিফজ সমাপ্ত করায় মেধাবী ছাত্রী হাফেজা মিফতাহ কামালকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

৪ই নভেম্বর সকাল ১১টায় ইসলামিয়া মহিলা মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে সংবর্ধনা ও পুরস্কার প্রদান এবং অভিভাবক সমাবেশ মতবিনিময় সভা অনুষ্ঠিত তিন রাত হয়েছে।

শাহপরীরদ্বীপ ইসলামিয়া মহিলা মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার জাহেদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম হাটহাজারী আল-হুদা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মীর কাসেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বাইতুস সালাম মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান নদভী।

আল-জামিয়া আল- ইসলামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি নুরুল ইসলাম, শাহ পরীর দ্বীপ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রেজাউল করিম আজাদ, শাহ পরীর দ্বীপ জমিয়তুল উলামার সভাপতি মাওলানা আবদুল্লাহ, পুরান পাড়া আল-জামিয়া আল- ফারুকীয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, টেকনাফ সদরের তুলাতলি মাদ্রাসার পরিচালক আল্লামা শফি, মনারুল ফুরকান মাদ্রাসার পরিচালক হাফেজ এনামুল্লাহ। শাহপরীর দ্বীপ বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা জায়নুল আবেদিন, টেকনাফ পৌরসভাস্থ লামার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ আমিরুল মোস্তফা, টেকনাফ সদরের মিঠাপানির ছড়া উম্মেহানী বালিকা মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আব্দুর রহমান, তানযিমুল মিল্লাত মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক, সাবরাং কচুবনিয়া এলাকার রওজাতুল আত্বফাল মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ, নাফ আর্ট সেন্টারের পরিচালক মাওলানা মো: আলম, টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রহিমুল্লাহ, শাহপরীরদ্বীপ পূর্ব উত্তর পাড়া দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ইয়াহিয়া কলিম, টেকনাফ পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল লতিফ, শাহপরীরদ্বীপ হাজ্বী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মাস্টার ফরিদুল আলম, দারুশ শরীয়াহ আল-ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা উসামা আমান, শাহপরীরদ্বীপ উম্মেহানী মহিলা মাদ্রাসার শিক্ষক, পরিচালক হাফেজ আব্দুল কুদ্দুস প্রমুখসহ টেকনাফের বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই মাদ্রাসাগুলো এলাকার জন্য আল্লাহ তায়ালার স্পেশাল রহমত। যে কোন এলাকায় এই রকম মাদ্রাসা থাকে সেই এলাকার বাসিন্দাগণ ধীরে ধীরে আল্লাহমুখী হয়।