সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


চট্টগ্রামের আনোয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-09 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 56
ছবি
ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের দক্ষিণ খুরুস্কুল গ্রামের বেড়িবাঁধ এলাকায় শনিবার বেলা ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি দরিদ্র পরিবার সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গেছে। এ ঘটনায় মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ ইদ্রিসের দুইটি বসতঘর, দুইটি গোয়ালঘর এবং একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, ইসমাঈলের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের ঘরগুলোও দগ্ধ হয়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে, তবে এর আগেই এলাকাবাসী এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মংসুইনু মারমা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ইসমাঈল জানান, তিনি ভিটেবাড়ি না থাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে একটি ঘরে বসবাস করছিলেন। আগুনে তার শেষ সম্বলটুকুও পুড়ে গেছে। বর্তমানে দুই পরিবারের সদস্যরা কেবল পরনের কাপড়েই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর জানান, আগুনে নিঃস্ব হয়ে যাওয়া এই দুই পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান তারা।