চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগ নেতা ডাঃ আইয়ুব তালুকদার (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফকিরনীর হাটে নিজ চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাঃ আইয়ুব তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ফকিরা মসজিদ তালুকদার বাড়ির হাফেজ ইউছুফের ছেলে। তিনি কর্ণফুলী আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।