সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


স্বচ্ছ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করলো নগরব্রীজ বণিক সমিতি

মোঃ আরাফাত আলী

Updated 24-Nov-10 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 82

নওগাঁর রানীনগর উপজেলার নগরব্রীজ বাজার বণিক সমিতি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। রবিবার (১০নভেম্বর) স্থানীয় দোকান মালিকদের প্রত্যক্ষ ভোটে বাজার বণিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হোন মোঃ আব্দুল জলিল কাজী, এবং সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম (সাগর)।

উক্ত নির্বাচনে নির্বাচিত সভাপতি আব্দুল জলিল কাজী আনারস প্রতীক নিয়ে পান ৪৭ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রায়হানুল হক ছাতা প্রতীকে পান ৪২ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হোন মো:শাহিনুর ইসলাম ( সাগর)। কোষাধ্যক্ষ পদে জয়ী হোন মো: ওমর ফারুক। তিনি উড়োজাহাজ প্রতীকে ১১০ভোটের মধ্যে পান ৮৩ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রাজহাঁস প্রতীকে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হোন শ্রী গৌতম চন্দ্র সরকার এবং কার্যকরী সদস্য হিসাবে কলস প্রতীকে ৪৬ভোটে নির্বাচিত হোন মো: আব্দুল গফুর সরদার।

বাজার বণিক সমিতির এই নির্বাচনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: এছাহক আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২ নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু এবং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বেদারুল ইসলাম। এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগনও উৎফুল্লভাবে এই নির্বাচন কার্যক্রমে সহযোগিতা করে। যার ফলে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়।

এ বিষয়ে রানীনগর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম বলেন 'এ নির্বাচনের পাশাপাশি পরবর্তী সকল নির্বাচন স্বচ্ছতার সাথে অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সর্বদা রানীনগর থানা পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে।'