শনিবার   এপ্রিল ১৯ ২০২৫   ৫  বৈশাখ  ১৪৩২


শরীয়তপুরে রাস্তার পাশে ১০ ব্যাগ বোমা উদ্ধার

ABU ALOM

Updated 24-Nov-11 /   |   ডামুড্যা (শরিয়তপুর) উপজেলা প্রতিনিধি   Read : 101

শরীয়তপুরের ডামুড্যার রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা ১০ ব্যাগ হাত বোমার সন্ধান পাওয়া গেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করতে কাজ করেছে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ টিম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১১ নভেম্বর) ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার পাশে ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বোমা সনাক্তে ও উদ্ধারে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দল।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এখন পর্যন্ত ঘটনাস্থলেই আছি, এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রহস্যময় প্রায় ১০টি ব্যাগ পরে আছে। তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।