চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার মো. জাকির হোসেন বলেছেন, দেশের ৭০-৮০ শতাংশ আমদানি চট্টগ্রাম কাস্টমস হাউসের মাধ্যমে হওয়ায় এটি অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত। ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও তাদের সহযোগিতাই বড় দায়িত্ব। সোমবার (১১ নভেম্বর) কাস্টমস হাউসে সিএন্ডএফ লাইসেন্সিং বিধিমালা সংস্কার, বন্ডের জরিমানা মওকুফ এবং আমদানিকৃত গাড়ি খালাসে জটিলতা নিরসনের দাবিতে বঞ্চিত ব্যবসায়ী ফোরামের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় ফোরামের আহ্বায়ক এস এম সাইফুল আলম বলেন, চট্টগ্রাম চেম্বারের দুর্নীতি কমিয়ে দেশের শিল্প খাতের উন্নয়ন হচ্ছে। ব্যবসা-বান্ধব পরিবেশের জন্য দ্রুত পণ্য খালাস, অটোমেশন এবং হয়রানি বন্ধের প্রয়োজন। ফোরামের সদস্য সচিব শহীদুল ইসলাম চৌধুরী কাস্টমসের শুল্ক মূল্যায়ন বিধিমালা সংস্কারের ওপর গুরুত্ব দেন এবং দুর্নীতি নির্মূলের আহবান জানান।
সিএন্ডএফ ব্যবসায়ী শওকত আলী বন্ডের জরিমানা মওকুফের দাবি জানিয়ে বলেন, খালাসে বিলম্ব ও ডেমারেজ চার্জ ব্যবসার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।