বুধবার   মে ২১ ২০২৫   ৭  জ্যৈষ্ঠ  ১৪৩২


বাংলাদেশি যাত্রা শুরু করল স্টারলিংক।

সৈয়দ সালেহ উদ্দিন

Updated 25-May-20 /   |   News reporter   Read : 28
বাংলাদেশি যাত্রা শুরু করল স্টারলিংক।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এ তথ্য নিশ্চিত করে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ চালু করেছে— ‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। এসব প্যাকেজের মাসিক খরচ যথাক্রমে ৬,০০০ টাকা ও ৪,২০০ টাকা। তবে এককালীন সেটআপ খরচ ৪৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সেবায় কোনো স্পিড বা ডেটা লিমিট নেই; ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন।