হেফাজতে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী বলেছেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা চললে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে ছাত্রসমাজ পিছপা হবে না। তিনি আরও বলেন, অস্থায়ী সরকার উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীকে কটাক্ষ করেছেন, যা ক্ষমার অযোগ্য।
শনিবার পটিয়া গাজী কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলাম উপজেলা শাখার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন মাওলানা আতাউল্লাহ আল হোসাইনী।
সভায় অন্যান্য বক্তারা ছিলেন মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা হাবিবুল্লাহ চৌধুরীসহ অনেকে।
সভা শেষে উপজেলা ও পৌরসভার দুটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মাওলানা আতাউল্লাহ আল হোসাইনী ও মাওলানা মাহমুদ উল্লাহ জমিরাবাদীকে যথাক্রমে উপজেলা ও পৌর কমিটির আহ্বায়ক করা হয়।