সোনাগাজীতে উপজেলা পরিষদে গিয়ে ছাত্র হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান আটক হয়েছেন শনিবার দুপুরে সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে উপজেলা পরিষদ থেকে আটকের পর উম্মে রুমা নামে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করেন।
নারী ইউপি চেয়ারম্যান সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের নারী বিষয়ক সম্পাদক।
চেয়ারম্যান উম্মে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামমরুল হাসানের সাথে দেখা করতে তার কার্যালয়ে যান। এসময় সোনাগাজী মডেল থানা পুলিশ ইউএনওর কার্যালয়ে প্রবেশ করে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
একাধিক সুত্রে জানা গেছে, চেয়ারম্যান উম্মে রুমা সোনাগাজী উপজেলা আ্ওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলামের স্ত্রী। প্রভাবশালী এই আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ফেনীর সাবেক এমপি নিজাম হাজারী প্রশ্রয়ে এলাকায় যথেষ্ঠ অপকর্ম ও দুর্ণীতির অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকোরের পতনের পর রফিক পালিয়ে গেলেও উম্মে রুমা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রফিক গত ৪ আগস্ট ফেনীতে ১২ জন শিক্ষার্থী হত্যার ঘটনায় একাধিক হত্যা মামলা হলেও উম্মে রুমাকে কোন মামলায় আসামী করা হয়নি।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিং মারমা বলেন, ছাত্র হত্যা মামলার তদন্তে চেয়ারম্যান উম্মে রুমার সম্পৃক্ততা মেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।