সোমবার   অক্টোবর ২৭ ২০২৫   ১২  কার্তিক  ১৪৩২


জনপ্রিয় ইসলামিক বক্তা আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দূর্ঘটনায় আহত

Shariful Islam

Updated 24-Nov-17 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 135

জনপ্রিয় ইসলামিক বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দূর্ঘটনায় মা-রা-ত্মক আহত গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনার স্বীকার হন তিনি। টাংগাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়িয়ে মুচড়িয়ে দেয়। 

তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। তবে তাঁর জ্ঞান ফিরেছে বলে জানান ডাক্তাররা। প্রাথমিক চিকিৎসা টাংগাইলে শেষে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।