সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


সোনাগাজীতে বেড়িবাঁধ ও গাছ রক্ষার দাবিতে মানববন্ধন

Shariful Islam

Updated 24-Nov-17 /   |   সোনাগাজি (ফেনী) প্রতিনিধি   Read : 78
সংগ্রহীত
সংগ্রহীত

ফেনীর সোনাগাজীতে সরকারি বেড়িবাঁধ ও গাছ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী।

রোববার সকালে সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজের লামছি বেড়িবাঁধের ওপর এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। তারা দাবি করেন উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক নাছির উদ্দিন আরিফ ভূঞার নেতৃত্বে একটি ভূমি দস্যুচক্র অবৈধভাবে বেড়িবাঁধের পাশে মাছের ঘের করে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছে। যার ফলে বনবিভাগের সামাজিক বনায়নের শতশত গাছ ও বেড়িবাঁধের একপাশ মৎস্য ঘেরে বিলিণ হয়ে গেছে। 

বিগত ১৭ বছর যাবৎ প্রভাবশালী যুবলীগ নেতা ও তার দোসরদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাননি। গত ৫ আগস্ট আ.লীগ সরকারের ক্ষমতার পটপরিবর্তনের পর যুবলীগ নেতা আরিফ ভূঞার দোসরেরা পূণরায় অ্যক্সেভেটর (খনন যন্ত্র) দিয়ে বেড়িবাঁধের একাংশ কেটে ঘেরের সংস্কার কাজ শুরু করেন। স্থানীয়রা বাধা দিলেও তাদের বাধা উপেক্ষা করে দখল কার্যক্রম অব্যাহত রাখে। সোনাগাজীবাসীকে ঝড়, জলোচ্ছ্বাস, জোয়ার, ভাটা, বন্যা ও প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা করতে সরকারের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বেড়িবাধটি নির্মাণ করেন। বনবিভাগ সামাজিক বেস্টিনি প্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছ লাগান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারী, সিরাজুল হক, দেলোয়ার হোসেন শামীম পাটোয়ারী, সাইফুল ইসলাম, বেলাল হোসেন, জয়নাল আবেদীন, গিয়াস উদ্দিন ও শেখ ফরিদ প্রমূখ। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও বনবিভাগ যদি দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।