সোমবার   জানুয়ারী ১৩ ২০২৫   ৩০  পৌষ  ১৪৩১


নওগাঁ বন্ধু মিতালি ফাউন্ডেশনের চেয়ারম্যান গ্রেফতার

মোঃ আরাফাত আলী

Updated 24-Nov-17 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 41

নওগাঁ সদর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তাওহিদের নেতৃত্বে একটি চৌকস দল গতকাল রাতে (১৭ নভেম্বর) অভিযান চালিয়ে বগুড়া ফুলতলা এলাকা থেকে নওগাঁ বন্ধু মিতালি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মামুনুর রহমানকে আটক করেছে।  

বন্ধু মিতালি ফাউন্ডেশন একটি বেসরকারি সংস্থা, যা অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১৩,০০০ গ্রাহকের কাছ থেকে এক হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বর সংস্থাটি হঠাৎ তাদের সব অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায়। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালে নওগাঁ সদর মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়।  

এই মামলার ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে মেজর তাওহিদের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি দল জানতে পারে যে, চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান বগুড়া ফুলতলা এলাকার একটি বাসায় অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং আজ সকালে নওগাঁ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।  

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরেআলম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত তাকে থানা হাজতে রাখা হয়েছে এবং পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।