রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ৯ম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ নভেম্বর) সকালে ইউনিয়নের দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।
পশ্চিম গুজরা বিএনপি নেতা মোহাম্মদ এনাম উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির নেতা এবং ৯০-এর গণ-অভ্যুত্থানের ছাত্র নেতা কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী আচরণের কারণে সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ হয়েছেন। কিন্তু কোটি মানুষের হৃদয় থেকে তাঁকে মুছে ফেলা সম্ভব নয়।”
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ বশির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আমির আলী, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, যুবদল নেতা ইয়াকুব বাদশা প্রমুখ।
প্রধান আলোচক ছমদ আলী সিকদার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. ইসহাক আল কাদেরী বলেন, “সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন বীর চট্টলার অকৃত্রিম অভিভাবক। তাঁর নেতৃত্বের অভাব এখনো বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি।”
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন যুবদল নেতা নেছারুল হায়াত খান।