ভুরুঙামারী উপজেলার পাটেশ্বরী (সোনাহাট) নতুন সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন স্থগিত থাকার পর অবশেষে পুনরায় শুরু হয়েছে। তবে নির্মাণ কাজ চলমান থাকায় পুরনো সেতুটি এখনও ব্যবহার করতে হচ্ছে, যা যানবাহন চলাচলে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পুরনো সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে সিরিয়াল অনুযায়ী। সেতুর একপাশ দিয়ে গাড়ি চলাচল করলে অন্য পাশের গাড়িগুলোকে অপেক্ষা করতে হয়, যা কার্যত একটি নৌকা ঘাটের পরিবেশ তৈরি করেছে। এতে সময়ের অপচয়সহ যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, “নতুন সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সমস্যা থাকবে। তবে সেতুটি চালু হলে যানজটের এই দুর্ভোগ দূর হবে।”
স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “পুরনো সেতুর উপর যানজট কমিয়ে আনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নতুন সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ চলছে।”
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে নতুন সেতুর নির্মাণকাজ শুরু হলেও সমস্যার সমাধান পেতে এখনো অপেক্ষা করতে হচ্ছে এলাকাবাসীকে। তারা দ্রুত সেতুটি চালুর মাধ্যমে দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।