নওগাঁর পত্নীতলা উপজেলার চাঞ্চল্যকর সুমন হোসেন (২৩) হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি বুলবুল হোসেন (৩৫) কে গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্রেফতার করছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বুলবুল হোসেন পত্নীতলা উপজেলার গাহন গ্রামের আব্দুল করিমের ছেলে। নওগাঁ জেলার পুলিশ সুপার গাজিউর রহমান এক প্রেস ব্রিফিং-এ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন।
গাজিউর রহমান জানান, 'গত ১৭নভেম্বর রাতে সুমন তার ফেসবুক আইডি থেকে অন্ধকারের মধ্যে লাইভে এসে তাকে হত্যার আশঙ্কা প্রকাশ করে। এবং বুলবুল তাকে হত্যার চেষ্টা করছে বলে দাবী করে। পূর্বসূত্রে জানা যায় সুদের টাকা নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ চলে আসছিলো। লাইভ শেষ হওয়ার কিছুক্ষন পরে ওই রাতেই সুমনের মৃতদেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পর থেকেই বুলবুল পালিয়ে বেড়াচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে বুলবুল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে দাবি করেছে। তবে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকান্ডের সাথে কারা কারা জড়িত এবং এর মূল কারণ বেরিয়ে আসবে।' প্রেস ব্রিফিংয়ে নওগাঁ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।