সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


কুড়িগ্রামে ৩ ফুট উচ্চতার মমিনুল ও আদুরী'র ছয় বছরের সুখী সংসার

Faridul Islam Surjo

Updated 24-Nov-21 /   |   নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 67
মমিনুল ও আদুরী'র

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাস করছেন মমিনুল ইসলাম এবং তার স্ত্রী আদুরী বেগম। দুজনেই শারীরিকভাবে অত্যন্ত ক্ষুদ্র উচ্চতার, কিন্তু তাদের জীবনযাত্রা এবং সম্পর্কের মধ্যে রয়েছে এক অদ্ভুত সুখ ও সমৃদ্ধি। মমিনুলের উচ্চতা মাত্র ৩ ফুট এবং তার স্ত্রী আদুরীও আছেন প্রায় সমান উচ্চতায়। তবে, তাদের মধ্যে প্রেম, শ্রদ্ধা এবং বন্ধুত্বের সম্পর্কটা বরাবরই দৃঢ়।

মমিনুল বলেন, “আমরা একে অপরকে ভালোবাসি, একসঙ্গে জীবনের পথে এগিয়ে চলেছি। আমাদের জীবনে কোনো অভাব নেই, সুখে আছি।” তাদের সংসারটি একেবারে সুখের, যেখানে প্রতিটি দিন কাটে হাসিমুখে ও একে অপরের প্রতি গভীর যত্নশীলতায়।

এবং আদুরী বেগম জানালেন, “মমিনুলকে আমি প্রথম দেখেছিলাম এক বন্ধু হিসেবে। এরপর ভালোবাসা জন্ম নিল, ওকে আমি মনের মানুষ হিসেবে চিহ্নিত করেছি। আমাদের সংসার জীবনে কোনো সমস্যা নেই। পরস্পরের সহযোগিতা ও ভালোবাসা আমাদের জীবনকে সজীব করেছে।”

মমিনুল ও আদুরী’র পরিচিতি গ্রামের মধ্যে এক সুখী দম্পতির উদাহরণ হিসেবে। পরিবারে তারা একে অপরের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল। তাদের ছোট কিন্তু মধুর সংসারটি গ্রামের মধ্যে আশাবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

তাদের গল্প প্রমাণ করে, জীবনের সাফল্য কখনও শারীরিক গড়ন বা উচ্চতার ওপর নির্ভর করে না। ভালোবাসা, সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যে কোনো সম্পর্ক সুখী ও সাফল্যমণ্ডিত হতে পারে।