সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


বসতভিটা দখলের জেরে বড়ভাই কর্তৃক ছোট ভাইকে হত্যার হুমকি

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-24 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 70
ছবি
ছবি

চট্টগ্রাম  পটিয়ায় সংবাদ সন্মেলনে  অভিযোগ, বসতভিটা দখলের উদ্দেশ্যে পটিয়ায় বড়ভাই কর্তৃক ছোটভাইকে হত্যার পরিকল্পনা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বড়ভাই মোহাম্মদ আলীর বিরুদ্ধে ছোটভাই শওকত ওসমান লেদু এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শওকত ওসমান জানান পটিয়া উপজেলার উত্তর হাইদগাঁও কাজী পাড়া এলাকায় শওকত ওসমান লেদুর মেঝ ভাই মোহাম্মদ আলী তার ক্রয়কৃত ও মৌরশী ভূমি বিক্রয় করে বসত ভিটা থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবস্থান করে। দীর্ঘ ১৫ বছর ভাড়া বাসায় থাকলে ভাইয়ের প্রতি সহানুভুতি দেখিয়ে মেঝ ভাইয়ের দুই ছেলের নামে শওকত ওসমান দেড় শতক ভুমি দানপত্র করে দেন। কিন্তু উক্ত জায়গা মোহাম্মদ আলী স্থানীয় হারুনুর রশিদের নামে এওয়াজনামা করে দেয়। এওয়াজনামায় প্রাপ্ত জায়গায় হারুনুর রশিদ বাউন্ডারী ওয়াল দিয়ে গৃহনির্মান করে ১৫ বছর ধরে বসবাস করে আসছিল।

এ অবস্থায় শওকতের অবশিষ্ট জায়গা দখলের উদ্দেশ্যে মোহাম্মদ আলীকে শওকত আলীর বিরুদ্ধে লেলিয়ে দেয়। এ ছাড়া গত ২১ নভেম্বর শওকতের বসতভিটার টিনের ঘেরা ভেঙ্গে ফেলে শওকতকে হত্যা করার জন্য জিম্মি করে রাখে। শওকত ওসমান পুলিশ হেল্প লাইন, ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শওকত ওসমানকে উদ্ধার করে।

শওকত ওসমান জানান, বর্তমানে মোহাম্মদ আলী হারুনুর রশিদ ও শফিকুল ইসলাম সহ তারা সবাই গত ২৩ নভেম্বর তাকে হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শওকতের স্ত্রী রাজিয়া বেগম, মেয়ে নিলু আকতার, লাভলী আকতার, ছেলে সরোয়ার ওসমান টিপু। এ ব্যাপারে মোহাম্মদ আলী থেকে জানতে চাইলে তিনি বলেন, শওকত ওসমান থানায় অভিযোগ দিলেও পুলিশের ডাকে আমরা হাজির হয়েছি, কিন্তু শওকত ওসমান হাজির হয়নি। সে স্থানীয় শালিস বিচার মানেনা। শালিসী বৈঠকে সে উপস্থিত থাকেনা।