রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি ভাঙারির দোকানে বিক্রি করা মুক্তিযোদ্ধার দুটি ভাস্কর্য ফিরিয়ে নিয়েছেন। রোববার (২৪ নভেম্বর) সকালে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন তার ল্যাবে ভাস্কর্য দুটি ফিরিয়ে দেন।
এই ভাস্কর্য দুটি স্থান পাবে কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘরে। বরেণ্য আইনজীবী এস এম আব্রাহাম লিংকন শনিবার অধ্যাপক জোসির সঙ্গে যোগাযোগ করে জাদুঘরের জন্য ভাস্কর্য দুটি চেয়ে নেন।
সম্প্রতি অধ্যাপক জোসি জানান, এগুলো কোথাও স্থাপন করা সম্ভব না হওয়ায় তিনি ভাঙারির দোকানে বিক্রি করেছিলেন। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে আইনজীবী লিংকনের উদ্যোগে ভাস্কর্য দুটি একটি নতুন গন্তব্য পায়।
উত্তরবঙ্গ জাদুঘর ২০১২ সালে এস এম আব্রাহাম লিংকন প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধ, আঞ্চলিক ইতিহাস এবং ঐতিহ্যের নিদর্শন সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অধ্যাপক জোসি বলেন, “ভাস্কর্য দুটি ভালো জায়গায় যাচ্ছে, এ জন্য আমি খুশি। এগুলো যত্ন করে ল্যাবে রেখেছি।”