নওগাঁর রাণীনগর উপজেলার মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার সরকারের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ময়না খাতুন লিখিত অভিযোগে জানিয়েছেন, ১৯৯৯ সালে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ১২ বছরের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকার শর্ত দেওয়া হয়। কিন্তু উজ্জ্বল কুমার সরকার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এবং এসএসসিতে দ্বিতীয় বিভাগ ও এইচএসসি ও বিএ-তে তৃতীয় বিভাগ পেয়েও ২০০০ সালের ১ জানুয়ারি নিয়োগ পান।
ময়না খাতুন বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ইউএনও উজ্জ্বল কুমার সরকারকে ৫ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার সরকার অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি বিধি মেনেই আবেদন করেছিলেন এবং যথাযথভাবে নিয়োগ পেয়েছেন।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন জানিয়েছেন, অভিযোগের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।