সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


গুলিবিদ্ধ হবার ২১ দিন পর মারা গেলেন যুবদল নেতা

মোঃ আরাফাত আলী

Updated 24-Nov-27 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 53

নওগাঁ সদরের সাহাপুর গ্রামে রাজনৈতিক বিরোধ ও জমি-সংক্রান্ত ঘটনার জেরে গুলিবিদ্ধ হয়ে আহত যুবদল নেতা আব্দুল মজিদ (৫০) মারা গেছেন। তিনি সাহাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

সোমবার (২৫ নভেম্বর) রাত দেড়টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, ২ নভেম্বর রাত ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড়ে হামলার শিকার হন মজিদ। স্থানীয় বিএনপি নেতা সুবিদ আলী ও তার দুই ভাই কাবিল হোসেন (৩০) ও শফিকুল ইসলাম (৪৮) এই হামলায় আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহাপুর এলাকায় একটি জমি উদ্ধার নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও তার সহযোগীরা মোটরসাইকেলে এসে তাদের ওপর হামলা চালায়। মজিদকে গুলি করার পর তাকে এবং তার ভাইদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্টে মৃত্যুর কারণ নিশ্চিত হলে এটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।