সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু

Shahin Alam

Updated 24-Dec-01 /   |   টেকনাফ (কক্সবাজার) উপজেলা প্রতিনিধি   Read : 25

কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে দীর্ঘ ৯ মাস পর জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬৫৩ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে বার আউলিয়া জাহাজটি।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে।

উল্লেখ্য, নাফ নদীতে ডুবোচর জেগে ওঠা এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি আপাতত বন্ধ রয়েছে। তবে কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।