সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কাতারে অনুষ্ঠিত গণিত প্রতিযোগিতায় বিজয়; উছাইওয়াং মার্মার

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Dec-03 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 39
ছবি
ছবি
ছবি

কাতারে অনুষ্ঠিত গণিত প্রতিযোগিতায় সাফল্য: উছাইওয়াং মার্মার সিলভার মেডেল জয়, কাতারের রাজধানী দোহায় ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত "ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪"-এর ফাইনালে বাংলাদেশকে গর্বিত করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা সিলভার মেডেল অর্জন করেছেন।

বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উঠে আসা উছাইওয়াং মার্মার জীবনের গল্প অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। ২০১৬ সালে মাত্র পাঁচ বছর বয়সে তার মা তাকে কসমো স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি করান। জুম চাষী মায়ের একক প্রচেষ্টায় বড় হওয়া উছাইওয়াং এখন নিয়মিত পড়াশোনার পাশাপাশি আমরা পারি গণিত ও বিজ্ঞান ক্লাবের সক্রিয় সদস্য।বাংলাদেশের দলটি এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ১২তম আসরে অংশগ্রহণ করে। উছাইওয়াং তার অসাধারণ দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে নিজের স্থান পাকা করেন এবং দেশের জন্য সম্মান বয়ে আনেন।

উছাইওয়াং মার্মার এ অর্জন প্রমাণ করে যে সুযোগ ও পরিশ্রমের সমন্বয়ে যেকোনো প্রতিভা সাফল্যের শিখরে পৌঁছাতে পারে।পাহাড়ি রাও পারে আন্তর্জাতিক পুরস্কার আনতে বাংলাদেশের সুনাম রক্ষা করতে, এটা বাংলাদেশের অর্জন।