ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে, মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে “শহীদ জিয়া নাইট গোল্ডকাপ শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট” উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) রাতে চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদলের আয়োজনে হেলিপ্যাড মাঠে ১৪ দলীয় এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন, তজুমদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু।
উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হালিম, উপজেলা যুবদল নেতা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাবেদ হোসেন দিপু, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরিফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাহীন আলম অভি, ইব্রাহীম গাজী, সোহেল তানভীর, সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদল সদস্য সচিব মোঃ সাব্বির তালুকদার।