শুক্রবার   এপ্রিল ১৮ ২০২৫   ৫  বৈশাখ  ১৪৩২


মুন্নী সাহার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার লেনদেন; জব্দ করেছে বিএফআইইউ

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Dec-04 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 61
ছবি
ছবি

টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) অভিযোগের ভিত্তিতে তার ব্যাংক হিসাব জব্দ করেছে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর এই অর্থের মধ্যে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়। বর্তমানে স্থগিত করা হিসাবে অবশিষ্ট আছে মাত্র ১৪ কোটি টাকা।

বিএফআইইউ-এর তথ্যমতে, মুন্নী সাহার লেনদেন ১৭টি ব্যাংকের মাধ্যমে হয়েছে, যার মধ্যে ওয়ান ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এছাড়া গুলশান-তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে একটি ডুপ্লেক্স বাড়ির মালিকানা সম্পর্কেও তথ্য মিলেছে।

মুন্নী সাহা তার সাংবাদিকতা শুরু করেন ভোরের কাগজ দিয়ে। পরবর্তীতে একুশে টেলিভিশন ও এটিএন বাংলায় কাজ করেন। শাহবাগের গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলিতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

এছাড়া, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় মুন্নী সাহার নাম আসামি তালিকায় রয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও মন্ত্রী, আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসামি হয়েছেন।

এ ঘটনায় তদন্ত চলছে এবং অর্থপাচারসহ সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা যাচাই করছে কর্তৃপক্ষ।