সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

MD. Sayem Uddin

Updated 24-Dec-07 /   |   স্টাফ রিপোর্টর   Read : 32
সংঘর্ষে আহত ব্যক্তিদের দেখতে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন ও পৌর বিএনপির সভাপতি আব্দুল হান্নান

নরসিংদীর মনোহরদী উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি ব্যক্তিগত গাড়ি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চালাকচর বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মনিরুজ্জামান, মিজানুর রহমান, আব্দুল মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম মিয়া, রায়হান উদ্দিন, নাজমুল আলম, মুখলেছুর রহমান ও আলমগীর হোসেন। আহত ব্যক্তিদের মধ্যে ফাহিমের অবস্থা গুরুতর, তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবাই উপজেলা ছাত্রদলের নেতা-কর্মী, তাঁদের বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে।

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবেদীন নেতা-কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করছিলেন। এ সময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেনের (বকুল) নেতা-কর্মীরা সেখানে গিয়ে বাধা দেন। বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। জয়নুল আবেদীনের গাড়িসহ তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে জয়নুল আবেদীন বলেন, ‘চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগে কিছু উচ্ছৃঙ্খল যুবক হামলা চালিয়েছে। নেতা-কর্মীদের ওপর হামলার পাশাপাশি তারা আমার গাড়িসহ তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। আহত নেতা-কর্মীদের চিকিৎসা চলছে। কারা হামলা চালিয়েছে, তদন্ত করে তাদের পুলিশকেই খুঁজে বের করতে হবে।’

সাখাওয়াত হোসেন বলেন, সংঘর্ষের ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যান। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি।