কুয়েতে অনুষ্ঠিত হলো ফেডারেশন গোল্ডকাপ লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪'র ফাইনাল।
বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত আয়োজিত " ফেডারেশন গোল্ডকাপ লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ " এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হল কুয়েত সিটির সুররা প্লে-গ্রাউন্ড ফুটবল স্টেডিয়ামে।
বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত এর সভাপতি জায়েদুর রহমান জায়েদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী ও সহ- সভাপতি সৈয়দ আরিফুল ইসলাম রাসেল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, OSP, awc, psc, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে সরকারী স্পোর্টস ডিপার্টমেন্টের প্রধান আব্দুল আজিজ আল আসুসী, কুয়েত বিএনপির সভাপতি জনাব মাহফুজুর রহমান মাহফুজ, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সভাপতি জনাব মুরাদুল হক চৌধুরী, কুয়েতে নিযুক্ত ডিফেন্স এটাস ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, ndc, afwc,psc, বাংলাদেশ দূতাবাস কুয়েত'র শ্রম সচিব জনাব মোহাম্মদ আবুল হোসেন, দূতালয় প্রধান জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আক্তার, তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির, সোনালী ব্যাংকের কুয়েত প্রতিনিধি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি ও সাধারণ সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত 'র সভাপতি আব্দুল হাই , বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী, ইকবাল হোসেন, শাহজাহান সবুজ, কমিউনিটির নেতা নাছির উদ্দিন হাওলাদার, কামরুজ্জামান টিটু, শামসুউদ্দিন, সুরুপ মিয়া সহ বাংলাদেশ কমিউনিটি কুয়েত'র শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত'র অন্তর্ভুক্ত সকল ক্লাবের খেলোয়ার, কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক কুয়েত প্রবাসী পরিবার পরিজন সহ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তার বক্তব্যে বলেন, কুয়েতে কর্মরত সকল বাংলাদেশী আমরা একটা পরিবারের মত, কুয়েতের প্রচলিত আইন মেনে আমাদের বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরবো এবং আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সবাই মিলেমিশে কাজ করবো।
খেলা শেষে বিজয়ী দল, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারী দল এবং সেরা খেলোয়াড়দের মাঝে অথিতিরা পুরস্কার বিতরন করে।