গোলাম রসুল মার্কেট বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গোলাম রসুল মার্কেট বণিক সমিতির কার্যালয়ে আজ অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান মোঃ আতিক উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুল আলম।
শপথ গ্রহণ করেন সভাপতি মোঃ আকবর, সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন উজ্জ্বল, সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসাইন, সহ-সভাপতি নাজিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. আনোয়ার, সহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমন, সাংগঠনিক সম্পাদক জাগির হোসাইন, অর্থ সম্পাদক মোঃ বেলাল হোসেন, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন সোহেল, ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলী, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল, ক্রীড়া সম্পাদক মোঃ আরমান, কার্যকরী সদস্য মোঃ আনিছ উদ্দিন, মোঃ নাসির হোসেন, মোঃ শুক্কুর।
অনুষ্ঠানে শতাধিক ব্যবসায়ী, কর্মচারী এবং বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে গোলাম রসুল মার্কেট বণিক সমিতির কার্যক্রমে নতুন উদ্যমের সূচনা হলো।