সোনাগাজী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম শামছুল আমিন (বাচ্চু মিয়া) স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৪ইং শনিবার (৭ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ওছমানিয়া উচ্চবিদ্যালয়,ওছমানিয়া আলিম মাদ্রাসা,পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আহসানিয়া মডেল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শামছুল আমিন (বাচ্চু মিয়া) ফাউন্ডেশনের আয়োজনে এবারের বৃত্তি পরীক্ষায় ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৮০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দ্বায়িত্ব পালন করেন, অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আলম ও আমির হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নার্গিস হোসাইন, কেন্দ্র সচিব হিসেবে ছিলেন এম এ মান্নান ফারুক, সহকারী কেন্দ্র সচিব : মোহাম্মদ ফরহাদ উদ্দিন ও রাশেদা খানম সিপি।
ওছমানীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র হল সুপার সন্জিব চন্দ্র দাস, সহকারী হল সুপার সাহেদ আকতার শান্ত।
ওছমানীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে হল সুপার মাওলানা আব্দুল হাকিম,সহকারী হল সুপার শাহাদাত হোসেন।
পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল সুপার দেবরাজ রাজু,সহকারী হল সুপার মাষ্টার আবুল বাশার।
আহ্ছানিয়া মডেল মাদরাসা কেন্দ্রে হল সুপার মাওলানা আনিসুল হক, সহকারী হল সুপার এডভোকেট আল মামুন।
পরীক্ষার প্রশ্নপত্রে সন্তোশ প্রকাশ করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খাদিজাতুন নাবিহা বলেন, শামছুল আমিন স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রশ্ন আমার খুব ভালো লেগেছে। এধরণের পরীক্ষা আমাদের মেধাবিকাশে সহায়ক হবে।
অভিভাবক এডভোকেট ইকবাল হোসেন বলেন, এমন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে গড়ে তুলতে সাহায্য করবে।এছাড়া এধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যথেষ্ট মেধা অর্জন করতে পারবে।
পরীক্ষা হল পরিদর্শন করেন শামছুল আমিন (বাচ্চু মিয়া) ফাউন্ডেশনের সভাপতি ডা. নুর হোসাইন, সাধারণ সম্পাদক ডা. খালেদ মাহমুদ টিপু, বিশিষ্ট শিল্পপতি নাজমুল করিম দুলাল, বিশিষ্ট শিল্পপতি মোরশেদ আলম সেলিম, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মান্নান, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেকচেয়ারম্যান হাবিবুল্লাহ পারভেজ,বিশিষ্ট শিক্ষানুরাগী মাহবুব সুবহান জহির, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।