সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


নাগেশ্বরীতে গ্রীন ভয়েসের পাঠচক্র: নতুন জ্ঞান, নতুন সম্ভাবনায় আলোকিত নাগেশ্বরী

Faridul Islam Surjo

Updated 24-Dec-13 /   |   নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 24

নাগেশ্বরী উপজেলার শিক্ষার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে নাগেশ্বরী সরকারি কলেজ প্রাঙ্গণে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রের মূল আলোচ্য বিষয় ছিল “নাগেশ্বরী উপজেলার শিক্ষা ব্যবস্থা ও উন্নয়নের সম্ভাবনা”।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন ছোটন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মামুন। তিনি তার বক্তৃতায় নাগেশ্বরী উপজেলার বর্তমান শিক্ষা ব্যবস্থা, তার চ্যালেঞ্জ ও উন্নয়নের জন্য সম্ভাব্য দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পাঠচক্রের শুরুতেই বক্তারা নাগেশ্বরী উপজেলার শিক্ষার মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। আধুনিক শিক্ষা উপকরণ প্রদান, দক্ষ শিক্ষক তৈরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহারের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। এছাড়া, শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়, যাতে তারা পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানসিকভাবে বিকশিত হতে পারে।

আলোচনায় গ্রামীণ শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়। কর্মমুখী শিক্ষা, ক্যারিয়ার কাউন্সেলিং এবং বৃত্তির সুযোগ বাড়ানোর কথা বলা হয়, যাতে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে। বক্তারা উল্লেখ করেন, স্থানীয় প্রশাসন, পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নাগেশ্বরী উপজেলার শিক্ষার উন্নয়ন সম্ভব।

বক্তারা জানান, শিক্ষার মূল লক্ষ্য শুধুমাত্র সার্টিফিকেট অর্জন নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা ও নৈতিকতা গড়ে তোলা। তারা মনে করেন, নাগেশ্বরী উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার উন্নয়ন অত্যন্ত জরুরি।

পাঠচক্রটি শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। বক্তারা একমত হয়ে বলেন, নাগেশ্বরীর শিক্ষায় উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার উন্নয়ন মাধ্যমেই উপজেলায় সার্বিক অগ্রগতির পথ তৈরি হবে, এবং নাগেশ্বরী আলোকিত হবে নতুন দিশায়।

একসঙ্গে কাজ করলেই সম্ভব—শিক্ষার আলোয় আলোকিত নাগেশ্বরী, যেখানে প্রতিটি ঘর জ্বলবে, প্রতিটি জীবন আলোকিত হবে।