চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আনন্দভ্রমণের বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বাসচালক লালন (৪৫), ট্রাকচালক সানোয়ার হোসেন (৩৫), বাসের যাত্রী জয়েন উদ্দিন (৭০), মমতাজ হোসেন (৫৫), সাবিনা খাতুন (৩০), খোরশেদ আলম (৫০), আমিনুল (৩৫) ও আবদুল লতিফ (৫০)। স্থানীয় লোকজনের সহায়তায় লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম তাঁদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
টনার প্রত্যক্ষদর্শী ও লোহাগাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নওগাঁ জেলা থেকে শিক্ষক-কর্মচারী পরিষদের একটি বাস সিলেট হয়ে কক্সবাজারে আনন্দভ্রমণে গিয়েছিল। কক্সবাজার থেকে ফেরার পথে বাসটির সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটজন আহত হন। বাসচালকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।